ভারতে প্রধান বিচারপতির যৌন কেলেঙ্কারি, বিক্ষোভ মিছিল থেকে আটক ৫০জন নারী

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে আনিত যৌন হয়রানির মামলায় দায়মুক্তি দেওয়া হলে এ ঘটনার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করছিলেন ভারতের বিভিন্ন সংগঠনের নারী কর্মীরা। বিক্ষোভ চলাকালে ৫০ জনেরও বেশি নারীকে আটক করেছে ভারতীয় পুলিশ। সূত্র: আনন্দবাজার

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক নারী। এই অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লির আদালত চত্ত্বরে সমবেত হয়েছিলেন অ্যাক্টিভিষ্টরা।

এদিকে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি  রঞ্জন গগৈ ওই অভিযোগকে ‘মিথ্যা’ এবং এবং ‘বিচার বিভাগকে অস্থিতিশীল করার’ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।

আদালতের সাবেক এক নারী কর্মচারী রঞ্জন গগৈর বিরুদ্ধে ওই অভিযোগ আনেন। এই নারী তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন।

ওই অভিযোগের নতুন করে তদন্ত চান বিক্ষোভকারীরা। তদন্ত প্রতিবেদনের জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বিক্ষোভকারীদের একজন আইনজীবী অমৃতানন্দ চক্রবর্তী টুইটবার্তায় বলেন, পাঁচ মিনিটের জন্যও আমাদের প্রতিবাদ করতে দেওয়া হয়নি।

 

পূর্ববর্তি সংবাদআজকের তারাবীহ : মুসলামানদের জাতিগত কল্যাণের ভিত্তি হলো খোদাভীরুতা ও ঐক্যবদ্ধতা
পরবর্তি সংবাদযেসব কাজ রোযাদারের জন্য মাকরূহ