আজ চতুর্থ তারাবী: আমাদের জন্য কুরআনের পাঠ

বিশেষ প্রতিবেদন: আজ তৃতীয় রোযা। আজ রাতে হবে চতুর্থ তারাবীহ। আজকের তারাবীতে পঞ্চম পারার অর্ধেক এবং ষষ্ঠ পারার সম্পূর্ণ তিলাওয়াত করা হবে।

তিলাওয়াতের শুরুর দিকে যুদ্ধের ময়দানে বাছ-বিচার ছাড়াই যে কাউকে হত্যা করা থেকে বিরত থাকা ও হত্যা পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাথে সাথে সালাতুল খাওফের বিধানও বর্ণনা করা হয়েছে।

পঞ্চম পারার শেষের দিকে শিরককে সবচেয়ে বড় গোনাহ আখ্যা দিয়ে শিরকের পরিণতি এবং মুনাফিকদের প্রকৃতির বিবরণ দিয়ে কিয়ামত দিবসে তাদের শাস্তির ভয়াবহতার আলোচনা করা হয়েছে।

ষষ্ঠ পারার শুরুর দিকে নবীদের সাথে ইয়াহুদিদের হঠকারিতা এবং ঈসা আ.-এর ব্যাপারে খ্রিস্টানদের শুলে চড়িয়ে হত্যা করার বিশ্বাসকে অমূলক উল্লেখ করে উভয় সম্প্রদায়কে ছাড়াছাড়ি-বাড়াবাড়ি ছেড়ে সরল সঠিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

ষষ্ঠ পারার সূরা মায়িদার শুরুর দিকে ঈমানদারদের অঙ্গীকার পূরণ ও ইসলামের ‘শায়ায়ের’ ও যাবতীয় বিধানাবলি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

ষষ্ঠ পারার মাঝামাঝি অংশে বনী-ইসরাঈলের বাইতুল মুকাদ্দাসে প্রবেশ সংশ্লিষ্ট ঘটনা, তীহ ময়দানে তাদের উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকা, মানব সমাজের প্রথম হত্যাকাণ্ডের ঘটনা, ও শরিয়তের হদ-কিসাসের বিবরণ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।

ষষ্ঠ পারার শেষের দিকে অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ করতে সতর্ক থাকা এবং আল্লাহকেই একমাত্র ভরসাস্থল হিসেবে গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদঐক্যফ্রন্টকে এক মাসের আল্টিমেটাম কাদের সিদ্দিকীর
পরবর্তি সংবাদআরব আমিরাতে একই সাথে চালু হল ৩০টি নতুন মসজিদ