উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে ভোটগ্রহণ ১৮ জুন

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ১৮ জুন ১৬টি উপজেলায় উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে ভোটগ্রহণ করা হবে । আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন  প্রজ্ঞাপন জারির মাধ্যমে পঞ্চম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারীদের জন্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ মে এবং প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।

ইসি সচিবালয়ের হিসাব অনুযায়ী এর আগে চার ধাপে উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচনের ৪৫৮টি উপজেলায় নির্বাচন হয়েছে।

পূর্ববর্তি সংবাদফণীতে সারাদেশে সাড়ে পাঁচশত কোটি টাকার ক্ষয়ক্ষতি
পরবর্তি সংবাদবিজেপি নেতাদের গরু পাচারের প্রমাণ আছে: মমতা