ইসলাম টাইমস ডেস্ক: বকেয়া মজুরি, মজুরি কমিশন, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে আজ টানা পঞ্চমদিনের মতো কার্যবিরতি পালন করেছে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে টানা পঞ্চমদিনে প্রায় অর্ধ লাখ শ্রমিক-কর্মচারী যথারীতি কাজে যোগ না দেওয়ায় খুলনাঞ্চলের পাটকলের উৎপাদন বন্ধ রয়েছে। গত রোববার থেকে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মিলের উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে নামে বিক্ষুদ্ধ শ্রমিকেরা।
গতকাল বুধবার দুপুরে ঢাকার বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কার্যালয়ে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ ও নন সিবিএ’র বৈঠকে ১৩ মে থেকে সারাদেশের পাটকলগুলোতে ধর্মঘট চলাকালে প্রতিদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ এবং রাজপথেই ইফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
