জাতীয় পার্টিতে ৮ নেতার পদোন্নতি, পদত্যাগ সিনিয়র যুগ্ম মহাসচিবের

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিভিন্ন জেলার আট জন নেতাকে পদোন্নতি দিয়ে প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক ‘সাংগঠনিক নির্দেশ’-এ এই পদোন্নতি দেওয়া হয়।

যাদের পদোন্নতি দেওয়া হয়েছে তারা হলেন সৈয়দ দিদার বখত (সাতক্ষীরা), কাজী মামুনুর রশীদ (ব্রাহ্মণবাড়িয়া), জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী), নাজমা আখতার (ফেনী), আবদুস সাত্তার মিয়া (গাজীপুর), আলমগীর সিকদার লোটন (নারায়ণগঞ্জ), এমরান হোসেন মিয়া (চাঁদপুর), মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে (নীলফামারী) এক সাংগঠনিক নির্দেশে এ পদোন্নতি দেওয়া হয়।

অপরদিকে দলের ৮ নেতাকে প্রেসিডিয়াম পদে পদোন্নতি দেওয়ার পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন লিয়াকত হোসেন খোকা।

দলের গঠনতন্ত্র ২০/১/ক ধারা মোতাবেক ‘সাংগঠনিক নির্দেশ’-এ চলতি মে মাস থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তি সংবাদবিজেপি নেতাদের গরু পাচারের প্রমাণ আছে: মমতা
পরবর্তি সংবাদঅসুস্থতায় ইতিকাফ ছেড়ে বাড়ি চলে গেলে কী করবেন?