ইসলাম টাইমস ডেস্ক: ‘বিজেপি নেতাদের গরু পাচারের সমস্ত প্রমাণ আমার কাছে আছে। পেন ড্রাইভে সব আছে। অন্তত ৪-৫ জন কেন্দ্রীয় মন্ত্রীর ব্যাপারেও সব প্রমাণ আমি নিয়ে রেখেছি।’ বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর- টাইমস অব ইন্ডিয়া।
পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মমতাকে নিয়ে আক্রমণ করছেন, ঠিক সেদিনই বাঁকুড়ার সভা থেকে বিজেপি নেতাদের ওপর চড়াও হয়ে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা।
তিনি বলেন, ‘আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি মাথানত করার মানুষ নই। কষ্ট করে দল গড়ে তুলেছি। ইডি-সিবিআইকে দিয়ে আমাকে রোখা যাবে না।’ মোদীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘যা অভিযোগ করছেন, তার কিছুই প্রমাণ নেই। প্রমাণ করুন। যদি পারেন ৪২ কেন্দ্রের প্রার্থী তুলে নেব। আর যদি না পারেন কান ধরে ওঠবস করুন।’
মোদীর বিরুদ্ধে নিজের ইচ্ছেমতো কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে ব্যবহারের অভিযোগও তুলেছেন মমতা। বলেন, ‘বাংলার মানুষকে অসুবিধায় ফেলতেই এই গরমে এত দফায় ভোট করাচ্ছে বিজেপি। শুধু তাই নয়, সব রাজ্য ঘুরে এখন বাংলায় এসে ঘাঁটি গেড়েছে দুঃশাসন।’
মোদীকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি, ‘এখানে এসে বড় বড় মিথ্যা বলেন মোদী। আমরা নাকি দুর্গাপুজো করতে দিই না। মা দুর্গার ক’টা হাত উনি জানেন? দেশের সবচেয়ে বড় দুর্যোগ মোদী।’
মাওবাদী সমস্যা নিয়েও বিজেপি সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। বিজেপি-কে ‘এবার বিদায়’ দিতে আর্জি জানান মুখ্যমন্ত্রী।
