ইরাকে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৮

ইসলাম টাইমস ডেস্ক: আত্মঘাতী  হামলায় ইরাকে ইফতারের সময় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায়  আরো ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র: ডেইলি সাবাহ

গতকাল বৃহস্পতিবার দেশটির পূর্ব বাগদাদের জামিয়া বাজারে ইরাকি নাগরিকরা যখন ইফতার শুরু করেন, তখনই এই বোমা হামলার ঘটনা ঘটে। এদিকে হামলার কয়েক ঘণ্টা পরই এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়া বাজারের ভিড়ের ভেতরে ঢুকে পড়লে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ হামলার দায় স্বীকার করে আইএস এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদ শহরে বিস্ফোরণ চালিয়েছে। বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদমসজিদে শিশুদের আগমন ও কলরব: কী বলেন আলেমরা
পরবর্তি সংবাদব্যবসায় ক্ষতি দেখিয়ে এক দশক কর ফাঁকি দিয়েছে ট্রাম্প