ইসলাম টাইমস ডেস্ক: দায়িত্বে অবহেলা, দুর্নীতিসহ আরো বিভিন্ন অভিযোগে বাংলাদেশ বিমানের উপ মহাব্যবস্থাপকসহ দুই কর্মকর্তা ও দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা যায়।
তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এ চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক।
মহিবুল হক বলেন, ‘বিমানকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বিমানের চেহারা বদলে যাবে। এ অর্থবছরে বিমান লোকসান করবে না।’
এদিকে দুদক সূত্রে জানা গেছে, বিমানের ১৪৭ জনকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের অনুসন্ধান ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই ১৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি উঠে এসেছে। গত ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে ওই প্রতিবেদন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে জমা দেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।
