উপ মহাব্যবস্থাপকসহ বাংলাদেশ বিমানের চার জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ

ইসলাম টাইমস ডেস্ক: দায়িত্বে অবহেলা, দুর্নীতিসহ আরো বিভিন্ন অভিযোগে বাংলাদেশ বিমানের উপ মহাব্যবস্থাপকসহ  দুই কর্মকর্তা ও দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা যায়।

তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে এ চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক।

মহিবুল হক বলেন,  ‘বিমানকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বিমানের চেহারা বদলে যাবে। এ অর্থবছরে বিমান লোকসান করবে না।’

এদিকে দুদক সূত্রে  জানা গেছে, বিমানের ১৪৭ জনকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের অনুসন্ধান ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই ১৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি উঠে এসেছে। গত ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে ওই প্রতিবেদন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে জমা দেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

 

 

পূর্ববর্তি সংবাদখাদ্যপণ্যে ভেজালের ছড়াছড়ি, দুশ্চিন্তায় ক্রেতারা
পরবর্তি সংবাদঅবশেষে গির্জায় যৌন নিপীড়নের বিরুদ্ধে অভিযোগ করতে পারার আইন