ব্রিটিশ হাইকমিশনার বললেন, ‘রোহিঙ্গারা বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি’

ইসলাম টাইমস ডেস্ক: ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘রোহিঙ্গারা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি।

দুই দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১০ মে) দুপুরে বরিশালের একটি অভিজাত হোটেলের লবিতে আয়োজিত সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডিকসন বলেন, ‘বিশ্বে অনেক সমস্যার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম। রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে কাজ করতে হবে’।

বৃহস্পতিবার (৯ মে) বিকালে সফরসঙ্গীদের নিয়ে বরিশাল যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

পূর্ববর্তি সংবাদচীনে মুসলমানদের রোযা রাখার উপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা জারি
পরবর্তি সংবাদকুরআনের নেয়ামতের যথাযথ কদর করা উচিত: মাওলানা আব্দুল মালেক