অনুপ্রবেশকারীদের ধীরে ধীরে দল থেকে বের করে দিতে হবে: হাছান মাহমুদ

ইসলাম টাইমস ডেস্ক: পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের মধ্যে কিছু সুবিধাবাদীরাও ঢুকে পড়েছে। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ধীরে ধীরে বের করে দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী হাছান মাহমুদ বলেন, আজকে এখানে যারা এসেছেন, আপনারা তৃণমূলের নেতা, আপনাদের নিয়েই আওয়ামী লীগ। আপনাদের জানাচ্ছি, অনুপ্রবেশকারীদের আমাদের সংগঠনে দরকার নেই। যারা ঢুকেছিল, ধীরে ধীরে তাদের বের করে দিতে হবে। সেই কার্যক্রম আমাদের শুরু করতে হবে। সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদরোযাদারকে ভুলে পানাহার করতে দেখলে তাকে কি বারণ করতে হবে?
পরবর্তি সংবাদআগামীকাল থেকে শুরু হবে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম