আগামীকাল থেকে শুরু হবে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম

ইসলাম টাইমস ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামীকাল রোববার থেকে শুরু হবে। রোববার বেলা ১২টায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রতিবারের মতো এবারও প্রাপ্ত জিপিএর ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেধাক্রম ও আসন বিবেচনায় না নিয়ে কলেজ পছন্দ করার কারণে অনেক সময় জিপিএ ফাইভ প্রাপ্তদের অনেকেই প্রথমবারেই পছন্দের কলেজে ভর্তি হতে পারেন না। যে কারণে কলেজে আসন সংখ্যা ও শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে আবেদনে ধারাবাহিকভাবে কলেজ পছন্দ দিলে শিক্ষার্থীদের জন্য ভোগান্তি কম হবে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের আসন সংখ্যা ও শিক্ষার্থীর মেধাক্রম আবেদন করার সময় স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। শিক্ষার্থীরা তাদের বাবা-মার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ দিতে পারবে।

পূর্ববর্তি সংবাদঅনুপ্রবেশকারীদের ধীরে ধীরে দল থেকে বের করে দিতে হবে: হাছান মাহমুদ
পরবর্তি সংবাদখাদ্যপণ্যে ভেজালের ছড়াছড়ি: প্রতিকার নিয়ে যা ভাবছেন আলেম সমাজ