আমেরিকার খ্যাতনামা পত্রিকায় বিতর্কিত শিরোনামে মোদি

ইসলাম টাইমস ডেস্ক: আমেরিকার একটি খ্যাতনামা ম্যাগাজিন ‘টাইম’ তাদের নতুন সংখ্যার প্রচ্ছদে বিতর্কিত শিরোনাম দিয়ে মোদির ছবি প্রকাশ করেছে। প্রচ্ছদে মোদির ছবির পাশে লেখা, ভারতের ডিভাইডার ইন চীফ, ভারতের সর্বোচ্চ বিভক্তকারী।

লেখাটি ভেতরে থাকা একটি প্রবন্ধের সাথে সংশ্লিষ্ট, যাতে প্রবন্ধকার ভারতের রাজনীতি নিয়ে তার মত ব্যক্ত করেছেন। প্রবন্ধের শিরোনাম, পৃথিবীর সর্ব বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র কি মোদিকে পাঁচ বছরের অধিক সহ্য করবে?

প্রবন্ধে গুজরাটে গণহত্যার বিষয়ও আলোচিত হয়েছে। প্রবন্ধটি সামাজিক যোগযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

 

পূর্ববর্তি সংবাদতাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও পাঁচ দিন
পরবর্তি সংবাদটঙ্গী ট্রাজেডির পর: ‘মানুষ আলেমদের সাথে আরও বেশী যুক্ত হতে চায়’