তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও পাঁচ দিন

ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় ফনির প্রভাব কেটে যাওয়ার পর  দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও পাঁচ দিন এবং সারা দেশে দিনরাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে-আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে।

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে আগামী ৪৮ ঘণ্টায় কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।

পূর্ববর্তি সংবাদকুরআনের নেয়ামতের যথাযথ কদর করা উচিত: মাওলানা আব্দুল মালেক
পরবর্তি সংবাদআমেরিকার খ্যাতনামা পত্রিকায় বিতর্কিত শিরোনামে মোদি