তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: হানিফ

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে  খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ আখ্যা দিয়ে দ্রুত তাকে  দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

আজ শনিবার চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রামের সাত জেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, লন্ডনে বসে ষড়যন্ত্র করে লাভ হবে না। খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করব ইনশাল্লাহ।

আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এনামুল হক শামীমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

 

পূর্ববর্তি সংবাদইসলামফোবিয়া: ভারতে নির্বাচনে জয়ের একটি হাতিয়ার
পরবর্তি সংবাদপুলিশি তল্লাশির মধ্যেও জুমআর নামাযে আল আকসায় মুসল্লীদের ঢল