দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম জয়নাল আবেদীন (৩০)। তাঁর বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামে।

দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে স্থানীয় সময় গত বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে পরিবার জয়নালের মৃত্যুর খবরের বিষয়টি জানায়।

নিহত জয়নাল আবেদীনের মামা দুদু মল্লিক বলেন, এইচএসসি পাস করে ১০ বছর আগে জয়নাল আবেদীন দক্ষিণ আফ্রিকা যান। তিনি নিউক্যাসল শহরে নিজেই একটি মুদি দোকান দেন। দোকানের পাশেই থাকতেন তিনি। বুধবার রাতে কাজ সেরে ঘুমাতে যান। রাত একটার দিকে দুর্বৃত্তরা তাঁকে গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জয়নালের প্রতিবেশী এক বাংলাদেশি যুবক গত বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর স্বজনদের জানান।

দুদু মল্লিকের ভাষ্য, আগামী ঈদে তাঁর ভাগনের বাংলাদেশে আসার কথা ছিল। চার ভাই ও এক বোনের মধ্যে জয়নাল দ্বিতীয়।

পূর্ববর্তি সংবাদফ্লাইট সংকট, অনিশ্চয়তায় ২০ হাজার ওমরাহ যাত্রী
পরবর্তি সংবাদবুযুর্গদের ইতিকাফ: নানুপুরে চলছে ৪০ দিনের ইসলাহী মজলিস