দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাজ্যে ১০ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ মে ১০ দিনের সরকারি সফরে লন্ডনে যান।
যুক্তরাজ্যে অবস্থানকালে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী লন্ডনে তাজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যুক্তরাজ্য শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
পূর্ববর্তি সংবাদটঙ্গী ট্রাজেডির পর: ‘মানুষ আলেমদের সাথে আরও বেশী যুক্ত হতে চায়’
পরবর্তি সংবাদএ সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাইকারী হারে নারী নির্যাতন হচ্ছে: রিজভী