ইসলাম টাইমস ডেস্ক: যখন তখন বোমা হামলার আতঙ্ক ও ইসরাইলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও ফিলস্তিনের আল আকসা মসজিদে রমজানের প্রথম জুমায় অংশগ্রহণ করেছেন লাখো মুসল্লি। গতকাল শুক্রবার আল আকসার ভিতর ও বাহির মিলে মোট ১ লাখ ৮০ হাজার মুসল্লি জুমার নামাজে অংশ নেন। সূত্র: দ্যা ডন
আল কুদুস ওয়াকফ কাউন্সিলের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর মুসল্লিদের উপস্থিতি প্রায় ৫০ শতাংশ বেড়েছে। রমজানের প্রথম জুমায় ১ লাখ ২০ হাজার মুসল্লি আল আকসা কম্পাউন্ডের ভিতরে নামাজ আদায় করেছেন।
পশ্চিমতীরের এক ফটোসাংবাদিক জানান, কালানদিয়া চেকপয়েন্ট দিয়ে শুক্রবার সকাল থেকেই মুসল্লিরা শহরে ঢুকতে শুরু করেছিলেন। অনেক বয়স্ক মানুষও হুইচেয়ারে করে আল আকসায় আসেন। জুমা আদায় করতে ইসরাইলের অবৈধ দেয়াল লাফ দিয়ে অতিক্রম করতে দেখা গেছে ফিলিস্তিনী যুবকদের।
