ইসলাম টাইমস ডেস্ক: তিউনিসিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী মানুষের কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা নৌকাডুবির এ ঘটনা নিশ্চিত করেছে।
নৌকাটি গত বৃহস্পতিবার লিবিয়ার জুয়ারা থেকে রওনা হয়।ভূমধ্যসাগরে তিউনিসিয়ার উপকূলের কাছে প্রবল ঢেউ-এর মুখে ডুবে যায় নৌকাটি। প্রাথমিকভাবে ৬৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, ভূমধ্যসাগরের জলপথে ইউরোপে যাওয়ার পথে লিবিয়া উপকূলে এ ধরনের নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে থাকে।
