রোযাদারকে ভুলে পানাহার করতে দেখলে তাকে কি বারণ করতে হবে?

প্রশ্ন: রমযান মাসে অনেক সময় কোনো কোনো রোযাদারকে ভুলে পানাহার করতে দেখা যায়। পানাহারের সময় তাদেরকে বারণ করা বা না করা সম্পর্কে করণীয় কী জানিয়ে বাধিত করবেন।

উত্তর: রমযান মাসে কোনো সুস্থ সবল লোককে ভুলে পানাহার করতে দেখলে তাকে রোযার কথা স্মরণ করিয়ে দিবে। তবে কোনো দুর্বল বা বৃদ্ধকে ভুলে পানাহার করতে দেখলে রোযার কথা স্মরণ না করানোই উত্তম।

(আলবাহরুর রায়েক ২/২৭১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৮৪; ফাতহুল কাদীর ২/২৫৫; ফাতাওয়া খানিয়া ১/২০৪; তাবয়ীনুল হাকায়েক ১/৩২২; আদ্দুররুল মুখতার ২/৩৯৫)

[সৌজন্যে: ফতোয়া বিভাগ, মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া, ঢাকা]

পূর্ববর্তি সংবাদদেশের গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়াকে জামিন দেওয়া দরকার: ডা. জাফরুল্লাহ
পরবর্তি সংবাদঅনুপ্রবেশকারীদের ধীরে ধীরে দল থেকে বের করে দিতে হবে: হাছান মাহমুদ