ইসলাম টাইমস ডেস্ক: তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে নিহতদের মধ্যে অন্তত বাংলাদেশি ৩৭ জন ছিলেন বলে জানা গেছে।
ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ৩৭ জন বাংলাদেশি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আ স ম আশরাফুল ইসলাম আজ বলেছেন, আমরা তিউনিসীয় রেড ক্রিসেন্টের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে, ইউরোপগামী নৌকাটিতে অন্যান্যদের সঙ্গে ৫১ বাংলাদেশি নাগরিক ছিলেন।
নৌকাডুবি থেকে বেঁচে ফেরাদের মধ্যে পাঁচজন অসুস্থ এবং তাদেরকে তিউনিসিয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া জীবিত উদ্ধার বাকিরা রেড ক্রিসেন্ট এবং তিউনিসিয়ায় শরণার্থীদের নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থার হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি।
