ইসলাম টাইমস ডেস্ক: মাসজিদুল আকসা থেকে নফল ইতিকাফরত মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে ইসরাইলি বাহিনী।
শনিবার সন্ধ্যায় ইসরাইলি বাহিনী জেরুজালেমের আল-আকসা মসজিদ থেকে ইতিকাফরত ফিলিস্তিনি মুসল্লিদের জোরপূর্বক সরিয়ে দেয়। সূত্র: আনাদলু এজেন্সি
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পরই ইসরাইলি পুলিশের বিশেষ টিমের কয়েকশ সদস্য আল আকসা প্রাঙ্গন ঘিরে রাখে। এ সময় ইতিকাফের উদ্দেশে আগত মুসল্লিদের জোরপূর্বক মসজিদ থেকে বের করে দেয় তারা।
নির্ভরযোগ্য সূত্রের বরাতে আনাদলু জানায়, ইসরাইল কর্তৃপক্ষ আল আকসা মসজিদে এ বছর মুসলমানদের ইতিকাফ করতে না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে রমজান মাসের শেষ ১০দিন মসজিদটিকে বিশেষ নিয়ন্ত্রণে রাখবে তারা।
