আরব আমিরাত উপকূলে সৌদি আরবের তেলবাহী জাহাজে ‘গুপ্ত হামলা’

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের কয়েকটি তেলবাহী জাহাজ ‘গুপ্ত হামলার’ শিকার হয়েছে বলে জানিয়েছেন সৌদি জ্বালানি মন্ত্রী।

সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সৌদি জ্বালানি মন্ত্রী খালিদ আল-ফালিহ বলেন, ফুজাইরাহ বন্দরের কাছাকাছি ওই গুপ্ত হামলায় আমাদের জাহাজগুলোর ‘অনেক’ ক্ষয়ক্ষতি হয়েছে।

মি. ফালিহ বলেন, ‘দুইটি জাহাজের একটি সৌদি অপরিশোধিত তেল নিয়ে রাস তারুনা বন্দর থেকে যুক্তরাষ্ট্রের সৌদি আরামকোর গ্রাহকদের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ফুজাইরাহ বন্দরের কাছাকাছি হামলার শিকার হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, অনেক গুলো দেশের নাগরিক থাকা চারটি জাহাজ হামলার শিকার হয়। তবে হতাহতের কোন তথ্য জানা যায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হামলার এই ঘটনা ‘উদ্বেগজনক এবং ভীতিকর’ এবং এর পূর্ণ তদন্তের আহবান জানিয়েছেন।

 

পূর্ববর্তি সংবাদবুযুর্গদের ইতিকাফ:  রমযানে রাজশাহীর জামিয়া উসমানিয়া হয়ে উঠে প্রাণবন্ত
পরবর্তি সংবাদ‘উগ্রবাদী হিন্দুনেতা নথুরাম গডসে ছিল স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী’