ইউরোপজুড়ে আতঙ্কে প্রবাসী মুসলিমরা

ইসলাম টাইমস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর পশ্চিমের বিশেষত ইউরোপের মুসলমানরা নিরাপত্তা ঝুঁকিতে আছেন।

বিবিসি হিন্দির এক ভিডিও নিউজে লন্ডনের মুসলমানদের নিরাপত্তা বিষয়ক সাক্ষাতকার গ্রহণকালে বিভিন্নজনের বক্তব্যে তাদের আতঙ্কের কথা উঠে এসেছে।

বিবিসি হিন্দিকে দেওয়া সাক্ষাতকারে লন্ডনের মধ্যবয়সী এক মুসলিম বলেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার পর বিশ্ব পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। ইউরোপজুড়ে প্রবাসী মুসলিমরা আগের মতো নি:শংসয় মসজিদে আসা যাওয়া করতে পারেন না।  যদিও রমযান উপলক্ষে মসজিদে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অধিক পরিমাণ সিসি টিভি লাগানো হয়েছে কিন্তু স্থানীয় লোকদের আতঙ্ক কাটছে না। সম্প্রতি লন্ডনের এক মসজিদে হামলার ঘটনার পর মসজিদে মুুসুল্লী সংখ্যা হ্রাস পেয়েছে।

যদিও ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে তাদের দেশের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হচ্ছে কিন্তু তাতেও সেসব দেশে বসবাসরত মুসলমানদের উদ্বেগ কাটছে না। চলতি রমযানের শুরুতে লন্ডনের এক মসজিদে তারাবী চলাকালীন গুলি চালানোর ঘটনায় সেখানের মুসলমানদের উদ্বেগ আরো বেড়েছে।

পূর্ববর্তি সংবাদকাযা রোযা আদায় না করেও নফল রোযা রাখা যাবে কি?
পরবর্তি সংবাদঅনেক অপেক্ষার পর বৃষ্টির দেখা মিলল