ইসলাম টাইমস ডেস্ক: ইফতারের সময় ইফতার করতে নামার জন্য বাসচালককে বাস থামাতে বললে বাস না থামিয়ে উল্টো চালকের সহকারী চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয় হারুনকে। এতে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চব্বিশ বছর বয়সী যুবক হারুন।
গতকাল শনিবার ইফতারের সময় বনানীতে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় বাহাদুর আলী নামে ঘাতক বাসচালককে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ।
তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই রাজিবুল হাসান রোববার সংবাদমাধ্যমকে বলেন , ইফতার করার জন্য হারুন বাস চালককে বাস থামানোর জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু বাস চালক বাহাদুর তখন বাস থামাননি। চালকের সহকারী চলন্ত বাস থেকেই ধাক্কা দিয়ে হারুনকে নামিয়ে দেন। তখন হারুন বাসের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলে মারা যান হারুন। প্রাথমিক তদন্তে এই তথ্য তিনি জানতে পেরেছেন।
হারুনকে কীভাবে বাস চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে, সেই রহস্য জানার জন্য চালক বাহাদুরকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আজ আবেদন করে পুলিশ। চালক বাহাদুরকে আজ আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চালক বাহাদুর আলীকে একদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
