ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন আহ্বান করা হয়েছে আগামী ১১ জুন। আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১৩ জুন বৃহস্পতিবার এই অধিবেশনের তৃতীয় কর্ম দিবসে প্রথমবারের মতো সংসদে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন। আগামী ১১ জুন মঙ্গলবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।
