ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন ঢাবি ভিসি আখতারের ছেলে

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামানের ছেলে আশিক খানকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়া হয়েছে। সরকার দলীয় এই ছাত্র সংগঠনটির ৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি আজ ঘোষণা করা হয়েছে।এ কমিটিতে আশিক সহ-সম্পাদক হয়েছেন।

গত বছরের জুলাই মাসে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের প্রধান দুটি পদে মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছিলেন । ওই মাসের ৩১ তারিখে ছাত্র সংগঠনটির এই দুই নেতার নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয় এই দুই নেতাকে। সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব নেওয়ার প্রায় ১০ মাস পর ঘোষণা করা হলো পূর্ণাঙ্গ কমিটি।

কমিটিতে ৪৭ জনকে সহ সম্পাদক করা হয়েছে। ভিসি পুত্র আশিক খানের নাম রয়েছে এই তালিকার ২৬ নম্বরে। বেসরকারি হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ছাত্র আশিক ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।

পূর্ববর্তি সংবাদকাল কেরানীগঞ্জ কারাগারে বসছে আদালত, খালেদা কি উপস্থিত হতে পারবেন?
পরবর্তি সংবাদঢাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, নারী সদস্যদের উপর হামলা (ভিডিও)