সম্প্রীতির নামে কি তারা সংঘাত উস্কে দিতে চাচ্ছেন : শরীফ মুহাম্মদ

ইসলাম টাইমস ডেস্ক: নিউজ পোর্টাল ইসলাম টাইমস টোয়েন্টি ফোরের সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, ইসলামি জীবনাদর্শের পরিচায়ক কতিপয় কাজকে কথিত সম্প্রীতি বাংলাদেশ কর্তৃক জঙ্গিবাদ সনাক্তকরণের রেডিক্যাল ইন্ডিকেটর বা নিয়ামক হিসেবে পেশ করা এ দেশের ধর্মপ্রাণ মানুষদের আহত করেছে। এই সংগঠন সম্প্রীতির নামে  এই সংগঠন সংঘাত উস্কে দিতে চাচ্ছে বলে মনে হয়। 

গতরাত ১১টা ৪৫ মিনিটে ইসলাম টাইমসের পক্ষ থেকে প্রচারিত লাইভ প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

লাইভ প্রোগ্রামে মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, ধর্মীয় বই পড়ার প্রতি ঝোঁক, দাড়ি রাখা, টাখনুর উপর কাপড় রাখাকে কথিত সম্প্রীতি বাংলাদেশ জঙ্গিবাদের পরিচিতি হিসেবে সংবাদপত্রে প্রচারিত তাদের বিজ্ঞাপনে চিহ্নিত করেছে। অথচ টাখনুর উপর কাপড় রাখা মুসলমানের জন্য একটি ফরজ আমল। দাড়ি রাখা একটি আবশ্যিক আমল। সম্প্রীতি বাংলাদেশ-এর এই কাজ উদ্দেশ্যপ্রণোদিত। এটা নিন্দনীয়। ওই বিজ্ঞাপনে আপত্তিকর ও মুসলমানদের জন্য অপমানজনক আরও বহু কথা রয়েছে।

রমযানের এই পবিত্র মাসে উদ্দেশ্যমূলক এই ইন্ডিকেটর দেখে ধর্মাপ্রাণ মানুষ অপমানিত হয়েছেন উল্লেখ করে মাওলানা শরীফ মুহাম্মদ আরো বলেন, গানবাদ্যের অনুষ্ঠানে না যাওয়া যদি জঙ্গিবাদের আলামত হয় তাহলে তো কিছুদিন পর বলা হবে মদের বারে না গেলেও জঙ্গি।

সম্প্রীতি বাংলাদেশের প্রতি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে ইসলাম টাইমস সম্পাদক বলেন, দেশে কাজ করার অনেক ক্ষেত্র আছে। জায়গায় জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে। ওসব নিয়ে কথা বলুন। ধর্ষণ বন্ধের উদ্যোগ নিন। মুসলমানদেরকে তাদের মতো থাকতে দিন। দাড়ি, টুপি নিয়ে উদ্দেশ্যমূলক কথা বলা বন্ধ করুন।

পূর্ববর্তি সংবাদমুআযযিন যদি সময়ের আগে মাগরিবের আযান দিয়ে ফেলে
পরবর্তি সংবাদঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে ২২ মে থেকে