অনেক অপেক্ষার পর বৃষ্টির দেখা মিলল

ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পর থেকেই চলছে তাপ দাহ। তাই পবিত্র রমযান মাসে সবারই প্রার্থনা ছিল বৃষ্টির জন্য। অবশেষে সোমবার রাতে নয় দিন পর সেই দুআ কবুল হলো। রাজধানীর বুকে নেমে এল স্বস্তির বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়, রংপুর, মধ্যাঞ্চলের ময়মনসিংহ, উত্তর পূর্বাঞ্চলে সিলেটে এক দফা কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে বৃষ্টিপাত হয় ৫৪ মিলিমিটার।

অবশ্য ঢাকার বাসিন্দাদের স্বস্তির বৃষ্টি পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হয়। রাত ১০টার পর শুরু হয় ঝোড়ো হাওয়া, তারপর নামে ঝুম বৃষ্টি।

আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টি আরও কয়েক দিন থাকতে পারে।

পূর্ববর্তি সংবাদইউরোপজুড়ে আতঙ্কে প্রবাসী মুসলিমরা
পরবর্তি সংবাদইন্টারনেট সেবা চালু হওয়ারও অনেক আগে ইমেইল ব্যবহার করেছেন মোদি!