ইবরাহীম ফুয়াদ।। হাটহাজারী থেকে
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বৌদ্ধ যুবক হৃদয় বড়ুয়া। হৃদয় ফটিকছড়ি পূর্ব ভূজপুর বড়ুয়া পাড়ার বাবুল বড়ুয়ার ছেলে।
জানা যায়, গত ৩ রা মে শুক্রবার জুমার নামাযের পূর্বে দারুল উলুম হাটহাজারী মাদরাসায় এসে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মুখে মুখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এ বৌদ্ধ যুবক। ইসলাম ধর্ম গ্রহণের পর আল্লামা বাবুনগরী তার নাম রাখেন মুহাম্মাদ ওমর ফারুক।
ইসলাম ধর্ম গ্রহণের কারণ উল্লেখ করে হৃদয় বড়ুয়া জানায়, আমি ছোট বেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলাম। ইসলাম ধর্ম আমার কাছে খুব ভাল লাগত। আমার ঘনিষ্ট বন্ধু মুসা ইলাহী ও আফাজ উদ্দীনের সাথে ওয়াজ মাহফিল ও বিয়ে শাদীর অনুষ্ঠানে যেতাম৷ সর্বোপরি ইসলাম ধর্মের রীতি-নীতি আমাকে আকৃষ্ট করেছে। ইসলামই একমাত্র শান্তির ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া পরকালে মুক্তির কোনো সুযোগ নেই। তাই আমি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
