ইন্টারনেট সেবা চালু হওয়ারও অনেক আগে ইমেইল ব্যবহার করেছেন মোদি!

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্টারনেট সেবা চালু হওয়ারও অনেক আগে ইমেইল ব্যবহার করেছেন বলে খবর পাওয়া গেছে।  ভারতের এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে মোদি বলেন, সম্ভবত ১৯৮৭-৮৮ সালের দিকে তিনি প্রথম ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছিলেন। শুধু তা-ই নয়, ওই সময় নাকি ই-মেইলও করতেন তিনি! কিন্তু দেশটির স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, ওই সময়েরও প্রায় ১০ বছর পর ভারতে প্রথম বাণিজ্যিক ইন্টারনেট সেবা চালু হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টের খবরে বলা হয়েছে, গত শনিবার হিন্দিভাষী টেলিভিশন চ্যানেল নিউজ নেশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন নরেন্দ্র মোদি। সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভবত ১৯৮৭-৮৮ সালের দিকে ভিরামাগাম তেহসিলে একটি স্থানীয় র‌্যালিতে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা এলকে আদভানি। সেখানে ডিজিটাল ক্যামেরা দিয়ে আদভানির ছবি তুলেছিলেন মোদি। সেই ছবি আবার ই-মেইলে দিল্লিতে পাঠানো হয়েছিল।

 

একই সাক্ষাৎকারে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ভেতরে গিয়ে বিমান হামলা চালানোর বিষয়েও মুখ খুলেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বালাকোটে বিমান হামলা চালানোর মূল পরামর্শ তিনিই দিয়েছিলেন। মেঘ-বৃষ্টিতে পাকিস্তানের রাডারে ভারতীয় যুদ্ধবিমান ধরা পড়বে না বলে অনুমান করেছিলেন তিনি। আর তাই বিমান হামলা চালানোর সবুজসংকেত দেন মোদি। এই বক্তব্য নিয়েও চলছে বিস্তর সমালোচনা।

বর্তমানে ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শেষ ধাপের ভোট গ্রহণ হবে ১৯ মে। এর আগে ভারতজুড়ে প্রচারে নেমেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি। এবার তাতে দেওয়া বক্তব্য নিয়েই তোলপাড় শুরু হলো।

পূর্ববর্তি সংবাদঅনেক অপেক্ষার পর বৃষ্টির দেখা মিলল
পরবর্তি সংবাদশ্রীলঙ্কায় মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ আক্রমণের লক্ষ্যবস্তু