গ্রেফতারের দুই ঘণ্টার মধ্যে মুক্ত ডাক্তারকে হত্যা-ধর্ষণের হুমকিদাতা ছাত্রলীগ নেতা!

ইসলাম টাইমস ডেস্ক: প্রকাশ্যে নারী ইন্টার্ন ডাক্তারকে ধর্ষণের হুমকিদাতা সিলেটের ছাত্রলীগনেতাকে আটকে রাখা যায়নি। গ্রেফতারের দুই ঘণ্টার মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা যায়, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে হত্যা ও ধর্ষণের হুমকির মামলায় ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরীকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করে পুলিশ। দুপুর ১টার দিকে কোর্ট থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। এসময় সারোয়ার জামিন নিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করলেও কোনো কাগজ দেখাতে পারেননি। এসময় তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জামিনের কাগজপত্র থানায় দেখিয়ে গ্রেফতারের দেড় ঘণ্টার মধ্যে মুক্তি পান তিনি।

এ ব্যপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, সিলেট উইমেন্স মেডিকেলের দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা সারোয়ারকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। পরে আদালত থেকে এ মামলায় জামিন নেয়ার কাগজ দেখালে আমরা তাকে ছেড়ে দেয়া হয়।

পূর্ববর্তি সংবাদপীযূষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি জানাল ইসলামী আন্দোলন
পরবর্তি সংবাদআলমডাঙ্গায় জামায়াতের ৪৮ নারী নেতাকর্মী আটক, অভিযোগ গোপন বৈঠকের