ফের বাংলাদেশি শ্রমিক নেয়ার আশ্বাস মালয়েশিয়ার

ইসলাম টাইমস ডেস্ক: প্রায় নয় মাস ধরে বাংলাদেশিদের জন্য বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির দুই মন্ত্রী আশ্বাস দিয়েছেন, ফের মালয় শ্রমবাজার খুলবে বাংলাদেশিদের জন্য। বিষয়টি শিগগির মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন মালয় মানবসম্পদমন্ত্রী তান কুলাসেগারান।

মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে তিনি এ আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হাজী মুহিউদ্দিন বিন হাজি মোহা ইয়াসিনের সঙ্গেও বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তিনিও আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ থেকে আবারও কর্মী নেওয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ও প্রতিমন্ত্রীর সফর সঙ্গীদের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে সিদ্ধান্ত হবে, কবে নাগাদ মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলবে। আগামী ৩০ ও ৩১ মে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হতে পারে। গত বছরের সেপ্টেম্বরের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সবশেষ বৈঠক হয়েছিল ঢাকায়। সেবার কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

গত বছর মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার চুক্তি বাতিল করেন।

অনিয়মের কারণে বন্ধ হওয়ার পর গত সেপ্টেম্বরের পর ভিসা দিচ্ছে না মালয়েশিয়া। চলতি বছরের প্রথম চার মাসে মাত্র ৫০ কর্মী মালয়েশিয়া পেরেছেন। গত বছরের প্রথম চার মাসে গিয়েছিলেন ৩৮ হাজার ৮৬৫ জন।

পূর্ববর্তি সংবাদকূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার পার্টির আয়োজন
পরবর্তি সংবাদসাহরি, ইফতারের সময় বাসচালকদের বিরতি দেওয়ার আহ্বান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর