ইসলাম টাইমস ডেস্ক: ধানের দামেও ফসল কাটার মজুরি না পাওয়ায় দেশ জুড়ে কৃষকরা শ্রমিকরা হাহাকার করছেন। কোথাও জমিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এমন সময় ময়মনসিংহের ফুলপুরে স্কাউটের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের বোরো জমির ধান কেটে দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা গেছে, মজুরি বৃদ্ধি ও শ্রমিক সংকটে উপজেলার অনেক কৃষক জমির বোরো ফসল কাটতে পারছেন না। ফুলপুর হেলডস ওপেন স্কাউট গ্রুপের আতিকুর রহমান ও তাসফিক হক নাফিওর নেতৃত্বে ৪০ জন স্কাউট শিক্ষার্থী স্বেচ্ছাশ্রমে তাদের ফসল কেটে দিচ্ছেন।
রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের দরিদ্র কৃষক আবু বক্কর ৪০ শতাংশ জমি বর্গা চাষ করেছেন। তিনি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। উৎপাদিত ধানের দামেও ফসল কাটার মজুরি না হওয়ায় শ্রমিক আনতে পারছিলেন না। শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে তার ফসল কেটে দিয়েছেন।
একই গ্রামের দরিদ্র কৃষক বিল্লাল হোসেন, ৪০ শতাংশ জমি বর্গা চাষ করেছেন। মজুরি বৃদ্ধিতে শ্রমিক আনতে পারছিলেন না। ফুলপুর হেলডস ওপেন স্কাউট গ্রুপের আতিকুর রহমান ও তাসফিক হক নাফিওর নেতৃত্বে ৪০ জন স্কাউট শিক্ষার্থী স্বেচ্ছাশ্রমে তাদের ফসল কেটে দিয়েছেন।
স্কাউট লিডার তাসফিক হক নাফিও জানান, শ্রমিক সংকট শেষ না হওয়া পর্যন্ত আমাদের স্বেচ্ছাশ্রম চলতে থাকবে।
