এই দেশে পয়সা দিয়ে আদালত কিনে ফেলা যায়: নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এই দেশে পয়সা দিয়ে আইনশৃঙ্খলাবাহিনী, আইনজীবী কিনা যায়, এমনকি আদালত পর্যন্ত কিনে ফেলা যায় পয়সা দিয়ে। তাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলব, ধর্ষণের বিরুদ্ধে ট্রাইবুনাল করে দ্রুত বিচার করুন। তাহলে দেখবেন এই সব অপরাধ কমে গেছে।

বুধবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নারী নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যা নিয়ে নাসিম বলেন, ‘প্রতিদিন দেখছি নারী নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যা এসব আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। সরকার যখন ক্ষমতায় থাকে তখন কেন কী কারণে সিরিজের মতো করে এ ধরনের ঘটনা ঘটছে? এ ঘটনার ক্রিমিনালরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে?’

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই সামাজিক অপরাধগুলো বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করতে হবে। বাইরের দেশগুলোতে প্রতিটি ঘটনার দ্রুত বিচার হয়। তাই তাদের অপরাধগুলো কমে আসে।’

পূর্ববর্তি সংবাদপ্রকৃত কৃষক ছাড়া অন্যকারো থেকে এক ছটাক ধান-চালও সরকার সংগ্রহ করবে না: খাদ্যমন্ত্রী
পরবর্তি সংবাদবরগুনায় ডাক্তারের মারের শিকার সেই কিশোরের বাবা ও চাচাকেও মারধর হাসপাতালে