ইসলাম টাইমস ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর সভাপতি অমিত শাহের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে সংঘর্ষ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যে অমিত শাহের শোভাযাত্রার সময় বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করা হয়। সূত্র: ডিএনএ
অমিত শাহের বিরুদ্ধে দুইটি এফআইআর করা হয়েছে- একটি জোড়াসাঁকো পুলিশ স্টেশনে এবং অন্যটি আমহার্স্ট স্ট্রিট পুলিশ স্টেশনে।
আমহার্স্ট স্ট্রিট পুলিশ স্টেশনে এফআইআর করেছে বিদ্যাসাগর কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে অমিত শাহকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।
