ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বিভিন্ন জেলে রমযান মাসে মুসলমানদের রোযার প্রতি সম্মান জানিয়ে হিন্দুরাও দিনের বেলা খানাপিনা বিরত থাকে বলে জানা গেছে।
হিন্দুস্তান টাইমস তিহারের জেলসুপারের বরাতে জানায়, রোযার দিনে মুসলমানদের সাথে সাথে হিন্দুদের উপোস থাকার প্রবণতা বছরে বছরে বাড়ছে।
জেলসুপার বলেন, গত বছর দিল্লির তিহার জেলে হিন্দু ‘রোজাদারের’ সংখ্যা ছিল ৫৯ জন। এ বছর ‘রোজাদার’ হিন্দুর সংখ্যা বেড়ে ১৫০-এ দাঁড়িয়েছে।
হিন্দুস্তান টাইমস জানায়, তিহারের বিভিন্ন কারাগারে প্রায় ১৬ হাজার ৬৬৫ বন্দি রয়েছে। যার মধ্যে দুই হাজার ৬৫৮ মুসলিম ও হিন্দু বন্দি এ বছর রোজা পালন করছেন।
জেল কর্তৃপক্ষ রোজাদারদের জন্য খাবারসহ বিশেষ ব্যবস্থা করেছে জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় ৩ শতাংশ হিন্দু বন্দির মধ্যে রোজা রাখার আগ্রহ বেড়েছে।
