মালয়েশিয়ায় নাস্তিক আসাদ পং পং এর বিরুদ্ধে প্রবাসীদের মানববন্ধন

ইসলাম টাইমস ডেস্ক: বিভিন্ন সময় ধর্মীয় অবমাননা ও বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মালয়েশিয়া প্রবাসী নাস্তিক আসাদ ওরফে পং পং এর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

রোববার ১২ মে বিকেল ৫টায় দেশটির রাজধানী কুয়ালামাপুরের তিতিয়াংসা মসজিদের সামনে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মালয়েশিয়া প্রবাসী বিতর্কিত আসাদ পং পং বিভিন্ন সময়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।

পবিত্র কোরআন শরীফ ও ধর্মীয় বিশ্বাস নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। সর্বশেষ সে বিতর্কিত ব্যক্তি সিফাত উল্লাহ সেফুদাকে উস্কানি দেওয়ার পর সেফুদা কোরআন শরীফ অবমাননা করে মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। এ সময় বক্তারা আসাদ পং পং এর অপকর্মের জন্য তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ইমান আলী হানিফ, মাহবুব খান, জুয়েল মিয়া, মোজাম্মেল হক, মো. সাদ্দাম, মো. সায়েম, হাফেজ মো. কামাল হোসেন, মো. তারেক, মো. নয়ন, মো. কুতুব উদ্দীন, মো. শওকত, মো. হামিদ, মো. রফিক, মো. শাহিন, মো. আলী, মো. নিজাম উদ্দীনসহ প্রবাসী বাংলাদেশিরা।

পূর্ববর্তি সংবাদশ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা, কারফিউ বাড়ল
পরবর্তি সংবাদবাবার পাঠানো ইফতার নিয়ে শ্বশুর বাড়িতে গালমন্দ, নববধূর আত্মহত্যা