মেঘনা ও গোমতী সেতু ঈদের আগেই চালু হবে

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু ঈদের আগেই নির্মাণ শেষে চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বুধবার (১৫ মে) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতি সেতু এবং বর্তমান ব্র্রিজের সংস্কার প্রকল্পের ভেরিয়েশেন প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। নির্মাণ সময় বৃদ্ধি ও অন্যান্য কারণে ৭৮ কোটি দুই লাখ টাকার ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মোস্তফা কামাল বলেন, ঈদের আগে মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন করতে পারবো। যানবাহন স্বাভাবিক চলাচল করবে। উদ্বোধন হলে অন্তত ওই পয়েন্টে যানজট থাকবে না। আশা করছি ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।

প্রধানমন্ত্রী নিজেই আশা প্রকাশ করেছেন যে তিনি এগুলো উদ্বোধন করবেন, জানান অর্থমন্ত্রী।

গত ১৬ মার্চ দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

এ তিনটি সেতুতে জাইকা বিশ্বের সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করছে বলে এর আগে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে মোট ব্যয় হিসাব থেকে ৭০০ কোটি টাকা কমে এসেছে।

ট্রাফিক ভলিউম সাপোর্ট দেওয়ার লক্ষ্যে বিদ্যমান দুই লেন বিশিষ্ট কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর পাশে চার লেন বিশিষ্ট দ্বিতীয় সেতুগুলো জাইকার সহায়তায় নির্মাণ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদওমর ফারুক মাদরাসা দখলমুক্ত করে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন: আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদরোযাদারের দুআ কবুল হয়