শিশু হাসপাতালের শৌচাগারে নবজাতকটি কার?

ইসলাম টাইমস ডেস্ক:  রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের শৌচাগার  থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে  ওই নবাজাতককে  উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম গণমাধ্যমকে বলেন, হাসপাতালের শৌচাগারে এক নবজাতকে (কন্যা) পড়ে থাকতে দেখে রোগীর স্বজনেরা ওয়ার্ড মাস্টারকে জানান। পরে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতকটি দুই দিনের বলে ধারণা করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এই ঘটনায় হাসপাতালটির ওয়ার্ড মাস্টার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চিকিৎসকের বরাত দিয়ে ওয়ার্ড মাস্টার বলেন, নবজাতকটি মোটামুটি সুস্থ আছে। তাঁর চিকিৎসা চলছে।

পূর্ববর্তি সংবাদপীযুষকে গ্রেফতারের দাবিতে ইসলামী ঐক্যজোটের কর্মসূচি ঘোষণা
পরবর্তি সংবাদআমেরিকায় রমযানেই মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা