ঈদের আগে পরে সাতদিন পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে: খালিদ মাহমুদ

ইসলাম টাইমস ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঈদের আগে পরে সাতদিন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।

 

খালিদ মাহমুদ বলেন, ঈদের সময় যাতে কোনো ধরনের অঘটনা না ঘটে, সে জন্য লঞ্চঘাটগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঈদের আগে তিনদিন ঈদের দিন ও পরে তিনদিন মোট সাত দিন মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।

অতিরিক্ত যাত্রী বহনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় লঞ্চমালিকরা অতিরিক্ত যাত্রী বহন করবেন না বলে আমাদের আশ্বস্ত করেছেন। তবে এ বিষয়ে সবার সহযোগিতা প্রযোজন।

পূর্ববর্তি সংবাদলাইভ প্রোগ্রাম: কৃষকের অর্থনৈতিক সংকট ও নারীর নিরাপত্তা
পরবর্তি সংবাদ‘দিদি’ ডাকায় ব্যবসায়ীকে গালি দিয়ে মাছের ঝুড়িতে এসিল্যান্ডের লাথি!