কয়েক ঘন্টার মধ্যেই ১৭ জন অভিযুক্ত বের হল ছাত্রলীগের কমিটিতে!

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রলীগের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রাপ্ত ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের  বাদ দিয়ে যোগ্যদের সেখানে স্থান দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (১৫ মে) দিবাগত রাত ১২টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘যদি তারা অভিযোগ থেকে মুক্তি পান তাহলে তাদের পদ থাকবে। অন্যথায় তাদের পদগুলো শূন্য ঘোষণা করে যোগ্যদের সেখানে স্থান দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সাধারণ সম্পাদক অভিযোগ পাওয়া নামগুলো ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে- সহ সভাপতি তানজীব ভূইয়া তানভীর (বয়স উত্তীর্ণের অভিযোগ), সুরঞ্জন ঘোষ (বয়স উত্তীর্ণের অভিযোগ), আরেফীন সিদ্দিকী সুজন (মাদকসংশ্লিষ্ট অভিযোগ), আতিক রহমান খান, (মাদকসংশ্লিষ্ট অভিযোগ), বরকত হোসেন হাওলাদার (শিক্ষকের সঙ্গে অসৎ আচরণের অভিযোগ), শাহরিয়ার কবির বিদ্যুত (সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ), মাহমুদুল হাসান তুষার ( মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আদর্শ ধারণের অভিযোগ), মাহমুদুল হাসান (সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ), আমিনুল ইসলাম বুলবুল (মামলা রয়েছে), আহসান হাবীব (চাকরি করার অভিযোগ), সাদিক খান (বিবাহের অভিযোগ), তৌফিকুল হাসান সাগর (তার পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ), সোহানী হাসান তিথি (বিবাহের অভিযোগ), রিশি চৌধুরী (বিবাহের অভিযোগ), আফরীন লাবনী (বিবাহের অভিযোগ), মুনমুন নাহার বৈশাখি (বিবাহের অভিযোগ)।

গোলাম রাব্বানী বলেন, প্রাথমিকভাবে আমরা ১৭ জনের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের এই নামগুলো পেয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে তারা কেউ যদি প্রমাণ করতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সত্য নয় তাহলে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে। না পারলে তাদের অব্যাহতি দেয়া হবে। তাদের পদগুলো শূন্য ঘোষণা করে যোগ্যদের সেখানে স্থান দেয়া হবে।

এর আগে  ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি থেকে ‘বিতর্কিত’দের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের সাংগঠনিক নেতা আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

 

 

 

পূর্ববর্তি সংবাদমসজিদ-মাদরাসার পাশে নিজের শেষ শয্যা চান এরশাদ
পরবর্তি সংবাদপাবনায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে মারধর, অভিযুক্ত ছাত্রলীগ