‘জঙ্গি শনাক্তকরণ’ বিজ্ঞাপনটির সঙ্গে সম্প্রীতি বাংলাদেশের কোন সংশ্লিষ্টতা নেই: পীযূষ

ইসলাম টাইমস ডেস্ক: বিভিন্ন জাতীয় দৈনিকে ১২ মে প্রকাশিত জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপনটি সঙ্গে সম্প্রীতি বাংলাদেশের কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

পীযূষ বন্দোপাধ্যায় বলেন, জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপনটি সম্প্রীতি বাংলাদেশ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করে দেশের সরলপ্রাণ মানুষদের নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা আমাদের নজরে এসেছে। এ বিজ্ঞাপনটির সঙ্গে সম্প্রীতি বাংলাদেশের কোন সংশ্লিষ্টতা নেই। সম্প্রীতি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি সামাজিক সংগঠন। প্রচারিত বিজ্ঞাপনটি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা অনাকাঙ্ক্ষিত।

বিজ্ঞাপনটি কারা দিয়েছে, এ বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করা গণমাধ্যমের কাছে খোঁজ নিয়েছেন কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রথমে বিষয়টি জানতাম না। জানার পরে আজকে (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন করছি। আমরা এ বিষয়ে বিজ্ঞাপন প্রকাশকারী গণমাধ্যমের সঙ্গে কোন প্রকার যোগাযোগের প্রয়োজন মনে করিনি। তিনি এ বিষয়ে খোঁজ নিতে গণামাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ করেন।

সংগঠনের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, সাবেক সচিব নাসির উদ্দীন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরী ও খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার।

 

পূর্ববর্তি সংবাদআগামী ১ জুলাই এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন
পরবর্তি সংবাদ‘মশকারা না করে বিনয়ের সঙ্গে কৃষকদের সীমাবদ্ধতার কথা অবহিত করুন ‘