মসজিদ-মাদরাসার পাশে নিজের শেষ শয্যা চান এরশাদ

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের ইচ্ছা, মৃত্যুর পর তার কবর যেন মসজিদের কাছে হয়। আশপাশে যেন কোনো মাদরাসা বা এতীমখান থাকে, যেখানে সব সময় কুরআন তিলাওয়াত হতে থাকে। এরকম উপযুক্ত স্থান যদি ঢাকায় না পাওয়া যায়, তাহলে রংপুরে সমাহিত করার কথা জানিয়ে রেখেছেন তিনি। কবরের সম্ভাব্য স্থান পরিদর্শনে যাওয়া নেতাকর্মীসূত্রে এসব তথ্য জানা  গেছে।

জানা যায়, নিজের জন্য কবরের জায়গা খুঁজছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও  এইচএম এরশাদ। অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়া এরশাদের পরামর্শে তার ঘনিষ্ঠ কয়েকজন গত কয়েকদিনে রাজধানী ও আশপাশে কবরের জন্য একাধিক সম্ভাব্য স্থান সরেজমিনে দেখেছেন।

 

এদিকে, রাজধানীর বনানীতে ভাড়ায় নেওয়া নিজের রাজনৈতিক কার্যালয়টিও ছেড়ে দিচ্ছেন এরশাদ। বাড়ির মালিকও বাড়িটি খালি করে দিতে এরশাদের ব্যক্তিগত কর্মকর্তাদের নোটিস পাঠিয়েছেন।

এরশাদের ব্যক্তিগত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার জানান, এরশাদ সাহেব অফিসটি ছেড়ে দিতে চাচ্ছেন। তাছাড়া বাড়ির মালিকের সঙ্গেও চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে অফিসটি ছাড়ার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তি সংবাদজাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
পরবর্তি সংবাদকয়েক ঘন্টার মধ্যেই ১৭ জন অভিযুক্ত বের হল ছাত্রলীগের কমিটিতে!