মিরপুরে চালু হলো মাবিঈ শপ-এর প্রথম অফলাইন শোরুম

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার ব্যস্ততম জনবহুল এলাকা মিরপুরে চালু হলো মাবিঈ শপ-এর প্রথম শোরুম। গত শুক্রবার (১০ মে) বা’দ আসর উলামায়ে কেরামের উপস্থিতিতে  দোয়ার মাধ্যমে শোরুমের উদ্বোধন করা হয়।

মাবিঈ শপ এর একজন ব্যবসায়িক পার্টনার ইসলাম টাইমসকে জানান, “আমরা আতর , টুপি, জায়নামাজ, খেজুর  মিসওয়াক, তাসবীহসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য  নিয়ে মিরপুরে আমাদের পসরা সাজিয়েছি। ঢাকার অন্যতম জনবহুল এলাকা থেকে ট্রাফিক জ্যামের কষ্ট মাথায় নিয়ে অনেককেই দূর দূরান্ত থেকে এসব পন্য সংগ্রহ করতে হতো। আলহামদুলিল্লাহ এখন সবই পাওয়া যাচ্ছে হাতের কাছেই”।

অনলাইনে যাত্রা শুরু করলেও MAbiY Shop এখন অফলাইনেও নিজেদের উপস্থিতি জানান দিয়েছে এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে। শোরুমের ঠিকানাঃ হাউজ#২১০, রোড#৫, মিরপুর সেকশন ৭, মোহনা টিভি গলি, ঢাকা ১২১৬, ফোন যোগাযোগ : 01976122140

পূর্ববর্তি সংবাদ‘বন্ধুপ্রতীম দেশ’ ভারত থেকেও ন্যায্য অধিকার পাওয়া যায় না: নজরুল ইসলাম খান
পরবর্তি সংবাদবাংলাদেশে হামলার পরিকল্পনাকারী সন্দেহে কসবায় অস্ত্রসহ চার ভারতীয় নাগরিক আটক