ইসলাম টাইমস ডেস্ক: আবার ক্ষমতায় গেলে এনআরসি চালু করে ভারত থেকে তথাকথিত অনুপ্রবেশকারী মুসলিমদের দেশছাড়া করার পুন:ঘোষণা দিয়েছেন ভারতের কট্টোর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল বুধবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট আসনের টাকিতে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এই ঘোষণা দেন তিনি।
ভারতের লোকসভা নির্বাচন এখন শেষ পর্যায়ে। আগামী ১৯ মে হবে ভারতের এই নির্বাচনের শেষ তথা সপ্তম দফার নির্বাচন। সেই নির্বাচনের আগে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসেন পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে। তিনি বিকেলে যোগ দেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট আসনের টাকিতে বিজেপি আয়োজিত এক সমাবেশে।
এই সমাবেশ থেকে বাবরী মসজিদ শহীদের নেতৃত্বদানকারী ও বিজেপি নেতা মোদি আশাবাদ ব্যক্ত করেন, ‘২৩ মের পর ফের প্রধানমন্ত্রী হবেন তিনি। ৩০০–এর বেশি আসনে জিতবে তাঁর দল বিজেপি। কষাই হিসেবে খ্যাত এই নেতা বলেন, ক্ষমতায় এলেই বাংলায় কার্যকরী হবে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি।’
তথাকথিত এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির নামে ভারতের মুসলমানদের দেশ ছাড়া করার পায়তারা চলছে বলে অভিযোগ রয়েছে।
