ইরানকে মোকাবেলায় ১ লাখ ২০ হাজার সৈন্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইসলাম টাইমস ডেস্ক: পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনেকদিন ধরেই চলছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকি। সেই ধারাবাহিকতায় এবার ইরানকে মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে ১ লাখ ২০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র: নিউইয়র্ক টাইমস

এ ব্যাপারে খবরে বলা হয়েছে, মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শাহনাহান গত সপ্তাহে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ইরান নিয়ে নতুন পরিকল্পনা তুলে ধরেন। সেখানে ইরানে হামলার কলাকৌশল নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় থেকেই এমন সিদ্ধান্ত আসে।

 

পূর্ববর্তি সংবাদদুবাইয়ে বিমান দুর্ঘটনায় নিহত ৪
পরবর্তি সংবাদতাফসির পরিচিতি: কুরআনের সুক্ষ্ম বিষয় সমাধানের অন্যতম সহায়ক তাফসীরে কাবীর