ঢাকায় ‘কালবৈশাখী’ ঝড়ে নিহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: ইফতারির পর হঠাৎ ৯৩ কিলোমিটার বেগে রাজধানীর ওপর দিয়ে বয়ে গেলো ‘কালবৈশাখী’ ঝড়। এতে প্যান্ডেল ভেঙে বায়তুল মোকাররম মসজিদে মারা গেছেন এক মুসল্লি। বাড্ডায় দেয়াল ধসে মারা গেছেন অন্তত তিনজন।

এ ছাড়াও অনেক এলাকার গাছ ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় ছোট-বড় বিলবোর্ডও খসে রাস্তায় এসে পৌঁছেছে। বেশিরভাগ রাস্তায় গাছের ছোট-ছোট ডাল-পাতা পড়ে রয়েছে।

জৈষ্ঠ্য মাসে এমন আরও ‘কালবৈশাখী’ মাঝে মধ্যে হানা দেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ঢাকায় মৌসুমের বড় ধরনের কালবৈশাখী হয়ে গেলো শুক্রবার সন্ধ্যায়। এ ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৯৩ কিলোমিটার। দেশের অন্যান্য স্থানেও এ ঝড় বয়ে গেছে।

 

পূর্ববর্তি সংবাদবুযুর্গদের ইতিকাফ: আলেমদের পদচারণায় মুখরিত চাঁদপুরের ফুলছোঁয়া মাদরাসা
পরবর্তি সংবাদচট্টগ্রামে আবারো মাদরাসা দখলের চেষ্টা, হামলায় আহত অন্তত ১০