ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর তেজগাঁও এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশায় মায়ের কোলে থাকা পাঁচ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ চারজন।
শুক্রবার ভোরে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই হান্নান মিয়া জানান, ভোরে অটোরিকশায় মা শারমিন শিশু শিহাবকে কোলে বসিয়ে মহাখালী কলেরা হাসপাতাল যাচ্ছিল। এ সময় তাদের সঙ্গে ছিলেন নানি মলি বেগম ও মামা আলামিন।
সাতরাস্তার মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে নামার সময় তেজগাঁওয়ে একটি পিকআপভ্যান তাদের অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে গুরুতর অবস্থায় শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানেই দায়িত্বরত চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন।
পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
