দেশের উন্নয়নে সবার অংশগ্রহণ জরুরী: ড. হাছান মাহমুদ

ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষ যে ধরনের রাষ্ট্র ও সমাজ চায় তা গঠন করতে সবার অংশগ্রহণ জরুরি। বস্তুগত ও ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নতিতে সবার নজর দিতে হবে। বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন সম্ভব না।

আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের উন্নতিতে সাংবাদিকদের গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে হবে। মানুষের সুখ-দুখের বিবরণ জাতির সামনে পেশ করতে হবে।  দেশে অনলাইনের পাশাপাশি দৈনিক ও টেলিভিশনের অনলাইন রয়েছে। অনলাইনকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। বিভিন্ন সংস্থা অনেক অনলাইন সম্পর্কে প্রতিবেদনও দিয়েছে। অনলাইনগুলোকে শৃঙ্খলায় আনতে হবে। এক্ষেত্রে সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে।

পূর্ববর্তি সংবাদঅবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে দালালসহ ২২ রোহিঙ্গা আটক
পরবর্তি সংবাদপাবনায় শিক্ষককে মারধর, কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার