ধানের দাম বাড়ানোর সুযোগ নেই : কৃষিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: নতুন বোরো ধানের দাম নিয়ে কৃষকের হাহাকার থাকলেও সেই ধান কিনে ধানের দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের হাতে নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।

আজ শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন: কৃষিখাতের চ্যালেঞ্জ’ নিয়ে সেমিনারে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, ‘ধান কিনে ধানের দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের হাতে নেই। আমি ও খাদ্যমন্ত্রী গতকাল এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে চিন্তিত।’

‘ধানের দাম বাড়ানোর একমাত্র উপায় হল, চাল রপ্তানি করা। এটাও আমাদের চিন্তাভাবনা করে করতে হচ্ছে।’

ধানের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাৎক্ষণিক সমাধান হচ্ছে, যদি ধান রপ্তানিতে যাই। রপ্তানিতে যাওয়ার চেষ্টা করবো। হারভেস্ট হয়ে গেলে সিদ্ধান্ত নেব। এ সমস্যার সমাধান করবো। উৎপাদন বৃদ্ধি, মিল মালিকেরা আমন চাল বিক্রি করতে পারেনি বলে দাম কম।

ক্ষেতে কৃষকরা আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দু’একজন ভাবাবেগে আগুন দিয়েছে, সারা দেশে দিচ্ছে না।
পূর্ববর্তি সংবাদ‘কৃষকরা উৎপাদন বন্ধ করে দিলে উন্নয়নের রোল মডেল খুঁজেও পাওয়া যাবে না’
পরবর্তি সংবাদবেফাকের পরীক্ষার ফলাফল ২৫ রমযান, দাওরার ফলাফল শাওয়ালের শেষ সপ্তাহে